ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি (Inspiration Welfare Society) ফরেন অফিস স্পাউসেস’ অ্যাসোসিয়েশন (FOSA) কর্তৃক আয়োজিত FOSA International Charity Bazaar 2025-এ সফলভাবে অংশগ্রহণ করেছে। আজ ২৯ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই আন্তর্জাতিক চ্যারিটি মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি তাদের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের হাতে তৈরি পণ্য উপস্থাপন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করে। এই অংশগ্রহণের মাধ্যমে সংস্থাটি প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা ও আত্মনির্ভরতার বার্তা আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে সক্ষম হয়েছে।
