“বাংলাদেশে সিএসআর প্রতিবেদন ২০২৫” উদ্বোধন: সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের পথে সংলাপ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক সোবহান। উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মাইকেল মিলার, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের সিনিয়র করপোরেট গভর্নেন্স অফিসার মিস কাল্যাণী সন্তোষকুমার, সুইডেনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিকোলাস উইকস, পলিসি রিসার্চ গবেষণা ইন্সটিটিউট এর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস শাহামিন এস. জামান।
এই অনুষ্ঠানে আইডব্লিউএস-এর সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। তাঁর উপস্থিতি আইডব্লিউএস-এর কাজের পরিধি তুলে ধরে, যেখানে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, টেকসই জীবিকা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে।
এছাড়া অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, করপোরেট খাতের নির্বাহী ও নাগরিক সমাজের কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সিএসআর ও সুশাসনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সংলাপে রূপ নেয়।