২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫–এ সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে জাতীয় পুরস্কার অর্জন

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি পরিবারের জন্য এটি এক অপার গৌরবের মুহূর্ত- আমাদের প্রশিক্ষণার্থী কানিজ ফাতেমা ঐশী, যিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অবিশ্বাস্য দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫–এ সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছেন।
কানিজ ফাতেমা ঐশীর জীবনযাত্রা ছিল এক কঠিন কিন্তু অনুপ্রেরণাদায়ক পথচলা। নীরবতা আর শব্দহীনতার সীমাবদ্ধতা তাকে কখনো থামাতে পারেনি বরং প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও শক্ত করে তুলেছে। ছোটবেলা থেকেই সে ইশারাভাষা, লেখালেখি ও বিভিন্ন কারিগরি দক্ষতার মাধ্যমে নিজের পৃথিবীকে গড়ে তুলতে শুরু করে।
শব্দ শুনতে না পারলেও, তার মন ছিল এক উৎসবমুখর সৃজনশীলতায় ভরা যা ধীরে ধীরে বিকশিত হয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-র দক্ষতা বিকাশমূলক প্রশিক্ষণ ও অব্যাহত পরামর্শদানের মাধ্যমে।
তার পিতা-মাতার অবদান এখানে অমূল্য। নিয়মিত থেরাপি, বিশেষ শিক্ষা, ক্লাস, সমাজের নীরব কটাক্ষ সবকিছু পেরিয়ে তাঁরা তাদের সন্তানের পাশে ছিলেন ছায়ার মতো। ধৈর্য, ভালোবাসা এবং সাহসই তাঁদের শক্তি, যার ওপর দাঁড়িয়ে ঐশী আজ দেশের জন্য এক অর্জনের গল্প লিখেছে।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির নিবিড় সহযোগিতা, সমর্থন এবং ঐশীর নিজস্ব মনোবল সবকিছু মিলিয়ে আজ সে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে।
প্রতিবন্ধীতা কোনো সীমাবদ্ধতা নয় বরং সঠিক দিকনির্দেশনা, সমর্থন এবং আত্মবিশ্বাস থাকলে প্রতিটি মানুষই তার স্বপ্ন পূরণ করতে পারে।
আমরা কানিজ ফাতেমা ঐশীর সাফল্যে গভীরভাবে গর্বিত। তার এই যাত্রা বাংলাদেশের সকল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারকে নতুন করে স্বপ্ন দেখাবে, নতুন করে জেগে উঠতে অনুপ্রাণিত করবে।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি তার পাশে আছে, থাকবে। আর ঐশীর সাফল্য আমাদের চলার পথে নতুন শক্তি যোগাবে।
