স্বপ্নের প্রথম উপার্জন: বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ উদ্যোক্তাদের বিশেষ অর্জন সেলিব্রেশন
যে স্বপ্ন অনেক বাবা-মা কখনো দেখেননি, এমনকি দেখার সাহসও করেননি সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। পরিকল্পিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সহায়তার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। আলহামদুলিল্লাহ আজ তারা নিজেদের শ্রমের ফল নিজের হাতে গ্রহণ করেছে।
অনুষ্ঠানে ছিল আনন্দঘন ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন-
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিস্কিট দৌড়, তাদের সহোদরদের জন্য মার্বেল রেস, মায়েদের জন্য পিলো পাস, বাবাদের জন্য হৃদয়ছোঁয়া আয়োজন – ভাবীদের কপালে টিপ পরানো
এরপর অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাই ছিল মূল শিল্পী। নাচ, গান, ফ্যাশন শোসহ নানান পরিবেশনায় তারা প্রমাণ করেছেসুযোগ ও সহায়তা পেলে তারাও পারে আকাশ ছুঁতে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অবদানকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনীবুননের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবিক মানুষ জনাব শাহেদুল ইসলাম হেলাল, তাঁর সহধর্মিণী ও সন্তানসহ অন্যান্য অতিথিবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের স্বপ্নসারথী জনাব শাহেদুল ইসলাম হেলাল ভাইকে ভেন্যু প্রদানসহ সার্বিক সহযোগিতার জন্য। আপনাদের সহায়তায় এই বিশেষ চাহিদাসম্পন্ন তরুণেরা একদিন সত্যিই আকাশ ছুঁবে ইনশাআল্লাহ।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি
স্বপ্ন দেখি, স্বপ্ন গড়ি, স্বপ্ন বাস্তবায়ন করি