পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়াঘাট পদ্মার পাড়ে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
January 22, 2026
পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়াঘাট পদ্মার পাড়ে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

শীতের কনকনে ঠান্ডায় কষ্টে থাকা অসহায়, দরিদ্র ও দুঃস্থ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়াঘাট পদ্মার পাড় এলাকায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর শীতজনিত দুর্ভোগ কমানো এবং তাদের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দা মুনিরা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক ও ইনচার্জ, সদর পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী; জনাব সেহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; জনাব আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এবং জনাব আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈশ্বরদী, পাবনা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে আখ্যায়িত করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ কর্মসূচি বাস্তবায়নে যাঁদের আন্তরিক সহযোগিতা ও অবদান ছাড়া উদ্যোগটি সফল করা সম্ভব হতো না, তাঁদের সকলের প্রতি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আরটিভির স্থানীয় প্রতিনিধি এবং বিশেষ সহায়তাকারী পলমল গ্রুপ ও হেল্পএইড বিডি-কে।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির ‘মানবিক সহায়তা ও সামাজিক সুরক্ষা’ কর্মসূচির আওতায় পরিচালিত এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করে এবং একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।