চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিবন্ধীদের মাঝে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
January 22, 2026
চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিবন্ধীদের মাঝে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
অসহায়, গরীব ও দুঃস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম আজ ১৯ জানুয়ারী ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
শীত মৌসুমে ঝুঁকিপূর্ণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সৈয়দা মুনিরা ইসলাম, উপস্থিত ছিলেন জনাব আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন), জীবননগর থানা, চুয়াডাঙ্গা, জনাব জাকের উদ্দিন মন্ডল, সমাজসেবা কর্মকর্তা, জীবননগর, চুয়াডাঙ্গা। স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি কার্যক্রমটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।
এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যাঁদের আন্তরিক সহযোগিতা ছাড়া কর্মসূচিটি সফল হতো না, তাঁদের প্রতি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি গভীর কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি-
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি, আরটিভির আশুলিয়া প্রতিনিধি শিবলু ও জীবননগর প্রতিনিধি ওমর ফারুক -এর প্রতি।
পাশাপাশি এই মানবিক কর্মসূচিতে বিশেষ সাপোর্ট প্রদানের জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে পলমল গ্রুপ এবং হেল্পএইড বিডি-কে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির ‘মানবিক সহায়তা ও সামাজিক সুরক্ষা’ প্রোগ্রামের আওতায় পরিচালিত এ ধরনের কার্যক্রম প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে।