আন্তর্জাতিক কেয়ারার্স দিবস ২০২৫ উদযাপন
January 1, 2026
আন্তর্জাতিক কেয়ারার্স দিবস ২০২৫ উদযাপন
্যালি, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে সাভারে উদযাপিত হলো আন্তর্জাতিক কেয়ারার্স দিবস ২০২৫। প্রতিবন্ধী শিশু, তাদের স্বজন এবং নিবেদিতপ্রাণ কেয়ারারদের সম্মান জানাতে আয়োজিত এই দিবসটি ছিল এক অর্থবহ সামাজিক সমাবেশ।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে ও সাভার কেয়ারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.কে.এম. শহীদুজ্জামান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, সিডিডি-এর পরিচালক এ.এইচ.এম. নোমান খান, বাংলাদেশ কেয়ারার্স অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি ও আরটিভি’র বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলাম, যিনি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি-এর সাধারণ সম্পাদকও।
বক্তারা কেয়ারারদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক কেয়ারার্স দিবসকে সরকারিভাবে পালনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ৬টি স্পেশাল চেয়ার এবং ৩টি স্ট্যান্ডিং ফ্রেম বিতরণ করা হয় যা ছিল সহানুভূতি ও অন্তর্ভুক্তির এক অনন্য নিদর্শন।
এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিচর্যাকারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।